ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

খাবার-পানি ছাড়া সমুদ্রে ১৮ জেলের চারদিন, উদ্ধার করল নৌবাহিনী

খাবার-পানি ছাড়া সমুদ্রে ১৮ জেলের চারদিন, উদ্ধার করল নৌবাহিনী

কক্সবাজার উপকূলের গভীর সমুদ্রে ৪ দিন ধরে ভেসে থাকা একটি ট্রলার থেকে ১৮ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়া জেলেরা খাবার ও পানির সংকটে মানবেতর অবস্থায় ছিলেন।

মঙ্গলবার (২২ জুলাই) কক্সবাজারের মহেশখালী থেকে প্রায় ২৫ মাইল পশ্চিমে নিয়মিত টহলের সময় যুদ্ধজাহাজ ‘শহীদ ফরিদ’ উদ্ধার অভিযান চালায়। এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, মাছ ধরার ট্রলার ‘হাবিবা’ ইঞ্জিন বিকলের কারণে গত চার দিন ধরে গভীর সমুদ্রে ভেসে ছিল। টহলের সময় নৌবাহিনীর জাহাজ জেলেদের বিপদ সংকেত লক্ষ্য করে দ্রুত ট্রলারের কাছে পৌঁছে যায়।

ট্রলারে থাকা জেলেরা জানায়, খাবার ও বিশুদ্ধ পানি শেষ হয়ে যাওয়ায় তারা চরম দুর্দশায় পড়েছিলেন। উদ্ধার করার পর নৌবাহিনী তাদের খাবার, বিশুদ্ধ পানি এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এরপর ট্রলারসহ জেলেদের নিরাপদে কুতুবদিয়া উপকূলে পৌঁছে দেওয়া হয়।

উদ্ধার পাওয়া জেলেরা সবাই বর্তমানে সুস্থ আছেন। তারা জীবনের এই দুঃসময়ে পাশে থাকার জন্য ও নিরাপদে ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নৌবাহিনী,১৮ জেলে,খাবার-পানি ছাড়া সমুদ্রে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত