ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: আইএসপিআর

মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: আইএসপিআর

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের পর প্রাণহানির সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব নিয়ে উদ্বেগ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী এক বার্তায় স্পষ্টভাবে জানান, ‘মৃত্যুর সংখ্যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে এবং অনেকেই যাচাই না করেই তা বিশ্বাস করছেন।’

তিনি বলেন, ‘ঘটনার পরপরই কোনো পূর্ব নির্দেশনা ছাড়াই বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে দ্রুত সাড়া দিয়েছে, যেমনটি সবসময় করে থাকে। আমাদের সন্তানদের বিষয়ে কোনো তথ্য গোপন করার ইচ্ছা বা প্রয়াস আমাদের নেই।’

আইএসপিআর পরিচালক আরও জানান, তিনি এবং তার টিম সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং উদ্ধারকাজ ও তথ্য যাচাই তদারকি করেন।

তিনি বলেন, ‘আমি স্পষ্টভাবে ঘোষণা করছি, যেকোনো গণমাধ্যম চাইলেই এ বিষয়ে তদন্ত করতে পারে, সেনাবাহিনীসহ যে কাউকে ইন্টারভিউ করতে পারে বা সংশ্লিষ্ট যেকোনো স্থান পরিদর্শন করতে পারে। আমরা সর্বোচ্চ সহায়তা দিতে প্রস্তুত আছি।’

উল্লেখ্য, মঙ্গলবার (২২ জুলাই) এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং ১৬৫ জন আহত হয়েছেন বলে জানানো হয় আইএসপিআর-এর পক্ষ থেকে।

এদিকে, দুর্ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুল তথ্য ও অনুমানভিত্তিক সংখ্যা ঘুরে বেড়াচ্ছে, যা অনেকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। আইএসপিআর জনগণকে বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে নির্ভরযোগ্য উৎস থেকে নিশ্চিত তথ্য জানার আহ্বান জানিয়েছে।

আইএসপিআর,গুজব ছড়ানো,মৃত্যুর সংখ্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত