ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কাজের গতি ও স্বচ্ছতা বাড়াতে গণপূর্ত মন্ত্রণালয়ের ৪ নির্দেশনা

কাজের গতি ও স্বচ্ছতা বাড়াতে গণপূর্ত মন্ত্রণালয়ের ৪ নির্দেশনা

গণপূর্ত অধিদপ্তরের কাজের গতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে চারটি নির্দেশনা জারি করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

সম্প্রতি মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, গণপূর্ত অধিদপ্তরের কাজের গতিশীলতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রিকরণের লক্ষ্যে নিচের আদেশ জারি করা হলো:

১. গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ৬ষ্ঠ-২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের বদলি/পদায়নের দায়িত্ব পালন করবে।

২. জোন পর্যায়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী ১০-২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের (জোনের আওতাধীন এলাকায়) বদলি/পদায়নের দায়িত্ব পালন করবে।

৩. সার্কেল পর্যায়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ১১-২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের (সার্কেলের আওতাধীন এলাকায়) বদলি/পদায়নের দায়িত্ব পালন করবে।

৪. বিভাগ পর্যায়ে নির্বাহী প্রকৌশলী ১৭-২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের (বিভাগের আওতাধীন এলাকায়) বদলি/পদায়নের দায়িত্ব পালন করবে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়,গণপূর্ত অধিদপ্তর,নির্দেশনা,স্বচ্ছতা,আদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত