
সংস্কারের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলোকে চলতি মাসের মধ্যেই চূড়ান্ত রূপ দিতে চায় জাতীয় ঐকমত্য কমিশন।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের আলোচনা শুরু হওয়ার আগে এ কথা জানান কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।।
তিনি বলেন, খসড়া দেওয়া হয়েছে। ৩১ জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামী তিনদিনের মধ্যে সনদের চূড়ান্ত রূপে পৌঁছাতে হবে। এতদিনের দীর্ঘ ও ধারাবাহিক আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেটির চূড়ান্ত রূপ দেওয়ার লক্ষ্যেই আমাদের কাজ।
ঐকমত্য হওয়া বিষয়গুলো হলো—
১. সংবিধানের ৭০ অনুচ্ছেদ (নোট অব ডিসেন্ট)
২. সংসদের স্থায়ী কমিটির সভাপতিত্ব
৩. নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ
৪. রাষ্ট্রপতির ক্ষমা সংক্রান্ত বিধান
৫. বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ
৬. জরুরি অবস্থা ঘোষণার কাঠামো
৭. প্রধান বিচারপতির নিয়োগ (নোট অব ডিসেন্ট)
৮. সংবিধান সংশোধন
৯. প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান (নোট)
১০. নির্বাচন কমিশনের নিয়োগ বিধান
১১. প্রধানমন্ত্রী হিসেবে ব্যক্তির মেয়াদকাল
১২. পুলিশ কমিশন গঠন।
এদিন সকালে তত্ত্বাবধায়ক সরকার, সংসদে নারী প্রতিনিধিত্ব, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত বিষয় নিয়ে সংলাপ শুরু হয়েছে। এ ছাড়া বাকি অমীমাংসিত বিষয়গুলো নিয়েও আলোচনা হবে।
রাষ্ট্রকাঠামোর ২০টি মৌলিক সংস্কারের মধ্যে ১২টিতে নোট অব ডিসেন্টসহ রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। বাকি কিছু বিষয়ে আংশিক সমঝোতা হয়েছে। দ্বিতীয় দফার আলোচনায় খসড়া বিষয়ে দলগুলোর মতামত আগামীকাল দুপুরের মধ্যে জমা দিতে হবে।