ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গভীর সংস্কার ছাড়া জাতিকে বদলানো যাবে না: প্রধান উপদেষ্টা

গভীর সংস্কার ছাড়া জাতিকে বদলানো যাবে না: প্রধান উপদেষ্টা

জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটি জাতির পুনর্জন্মের মাস—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘জুলাইয়ের শিক্ষা এখনও তাজা আছে। মাঝেমধ্যে ভয় হয়, আমরা যেন এই শিক্ষা ভুলে না যাই।’

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘জুলাই বিপ্লবের এক বছর’ উপলক্ষে জাতিসংঘ মানবাধিকার মিশন বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘দেশকে নতুন করে গড়ে তুলতে হবে। শুধু উপরের প্রলেপ নয়, প্রয়োজন গভীর থেকে সংস্কার। জাতির ভেতরে এমন কিছু রয়ে গেছে—যা শাস্তি দিয়েও মুছে ফেলা যায় না, সেই বিষবীজ দূর করতে হবে। তাই শুধু কাগজে-কলমে সংস্কার নয়, দরকার গভীরতম সংস্কার।’

তিনি আরও বলেন, ‘জুলাই গণহত্যার বিচার এমনভাবে হতে হবে যেন রাষ্ট্রীয় ক্ষমতা আর কখনও জনগণের বিরুদ্ধে ব্যবহার না হয়। বিচার মানে শুধু শাস্তি নয়, বিচার মানে হলো এই নিশ্চয়তা দেওয়া যে, রাষ্ট্রীয় নিপীড়ন আর ফিরে আসবে না।’

নিজের লিখিত বক্তব্যে প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘মানবাধিকার লঙ্ঘনের দায়ীদের আইনের আওতায় আনার পাশাপাশি আমরা এমন একটি রাজনৈতিক ব্যবস্থা গঠনের লক্ষ্যে কাজ করছি, যা অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করবে।’

তিনি জানান, ‘লক্ষ্য একটাই—একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে প্রতিটি নাগরিক শান্তি, মর্যাদা, গর্ব এবং স্বাধীনতা নিয়ে বাঁচতে পারবে।’

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, রোহিঙ্গা সংকট এবং গত বছরের জুলাই-আগস্টের সংকটকালেও জাতিসংঘ বাংলাদেশের পাশে ছিল বলে তিনি অনুষ্ঠানে উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা,গভীর সংস্কার,জাতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত