ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সারাদেশে বিশেষ অভিযান, একদিনে গ্রেপ্তার ১২৭৮

সারাদেশে বিশেষ অভিযান, একদিনে গ্রেপ্তার ১২৭৮

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ২৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৭৭৯ জন ওয়ারেন্ট ও মামলার আসামি, আর বাকি ৪৯৯ জন গ্রেপ্তার হয়েছেন অন্যান্য অভিযোগে।

মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি), মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইংয়ের ইনামুল হক সাগর।

তিনি জানান, বিশেষ অভিযান চলাকালে উদ্ধার করা হয়েছে দুটি এলজি, একটি ওয়ান শুটারগান, একটি বিদেশি পিস্তল, আট রাউন্ড ১২ বোর লিডবল কার্তুজ, তিন রাউন্ড গুলি, দুটি ককটেল এবং চারটি দেশীয় ধারালো দা।

পুলিশ বলছে, আইন-শৃঙ্খলা রক্ষা এবং চলমান অপরাধ দমন কার্যক্রমকে আরও জোরদার করতে দেশব্যাপী এই ধরনের অভিযান চলমান থাকবে।

গ্রেপ্তার ১২৭৮,একদিন,বিশেষ অভিযান,সারাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত