অনলাইন সংস্করণ
১৯:০১, ১৫ আগস্ট, ২০২৫
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কোনো বিলম্বের সুযোগ নেই। তিনি নিশ্চিত করেছেন যে নির্বাচন কমিশন ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে।
শুক্রবার (১৫ আগস্ট) মাগুরা শহরে শহীদ স্মৃতিস্তম্ভ পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেস সচিব বলেন, ‘নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচনের মহোৎসব শুরু হলে মানুষের মধ্যে সত্যিকার নির্বাচনের আমেজ তৈরি হবে। রোজার আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’
তিনি আরও জানান, জুলাই-আগস্টে মাগুরায় মোট ১০ জন শহীদ হয়েছেন এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাতে কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।