অনলাইন সংস্করণ
১৯:৫৮, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন পিআর পদ্ধতিতে দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম. হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, ‘নির্বাচন করতে চাইলে সংস্কারকে আইনের ভিত্তি দিতে হবে।’
জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে আজ (শুক্রবার, ১৯ সেপ্টেম্বর) বিকেলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।
কেন্দ্রীয় জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ অন্তর্বতী সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘পিআর পদ্ধতি নিয়ে সমাধান আলোচনার টেবিলে না হলে গণভোটের ব্যবস্থা করুন, জনগণই এই রায় দেবে।’
ফ্যাসিবাদের শাসন আমলে যা ঘটেছে বর্তমান সরকার তা না করলেও কোনো কোনো দল চাঁদাবাজি, সন্ত্রাসে লিপ্ত হয়েছে এ ব্যাপারে সরকার কঠোর হাতে তা দমন করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর এ নেতা।
সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলামের সভাপতিত্বে , সিলেট মহানগর ও জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, পিআর পদ্ধতি চালু, নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারী শক্তির দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ এর দাবি জানান।
পরে, একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সংঠনটি। এসময় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়।