অনলাইন সংস্করণ
১৪:৫৩, ১২ অক্টোবর, ২০২৫
২০ শতাংশ হারে বাড়ি ভাড়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়া এমপিওভুক্ত শিক্ষকদের সরিয়ে দিয়েছে পুলিশ
রোববার (১২ অক্টোবর) দুপুরে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
দুপুর ১টা ৫০ মিনিটের দিকে আন্দোলনকারীদের ওপর জলকামান নিক্ষেপ করা হয়। একই সময় সাউন্ড গ্রেনেডের শব্দও পাওয়া যায়। এতে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে গেলে পুলিশ অ্যাকশনে যায়। শিক্ষকদের ওপর লাঠিচার্জ করা হয়। তবে শিক্ষকরা দফায় দফায় রাস্তায় ফিরে এসে অবস্থান নেন এবং স্লোগান দিতে থাকেন।
দুপুর সোয়া ২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ সড়ক থেকে আন্দোলনকারী শিক্ষকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
এর আগে দুপুরে আন্দোলনকারী শিক্ষক সংগঠন জাতীয়করণপ্রত্যাশী জোট-এর নেতারা ঘোষণা দেন, প্রেস ক্লাবের সামনের রাস্তা ছেড়ে শহীদ মিনারে অবস্থান নেবেন তারা। ওই ঘোষণার পর একটি দল মিছিলসহ শহীদ মিনারের দিকে রওনা দেয়।
তবে অন্য একটি পক্ষ প্রেস ক্লাবের সামনেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার পক্ষে থাকে। সেই সঙ্গে তারা সচিবালয় অভিমুখে লংমার্চ করার ঘোষণাও দেয়। এতে সেখানে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে।
যখন একটি অংশ শহীদ মিনারের দিকে চলে যায়, ঠিক তখনই প্রেস ক্লাবের সামনের অবস্থান চালিয়ে যাওয়া শিক্ষকদের বিরুদ্ধে সরাসরি অ্যাকশনে নামে পুলিশ।