ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ইনোভেশন ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ২০২৫-এ UITS শিক্ষার্থীদের স্বর্ণপদক জয়

ইনোভেশন ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ২০২৫-এ UITS শিক্ষার্থীদের স্বর্ণপদক জয়

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (IQAC) ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগ আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, ইনোভেশন ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ২০২৫ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তাদের চারটি দলের মধ্যে দুটি দল দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবকদের মধ্যে স্বর্ণপদক ও সম্মানজনক অর্জন (Honorable Mention) করেছে।

গত শুক্রবার (৭ নভেম্বর) প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

সারা দেশের ৪০৬টি দল ও প্রায় ১,৫০০ উদ্ভাবকের মধ্যে থেকে UITS-এর দলগুলো নিজেদের মেধা, উদ্ভাবনী শক্তি ও পরিশ্রমের মাধ্যমে শীর্ষ ৮৫ ফাইনালিস্টের তালিকায় জায়গা করে নেয়। এই অসাধারণ অর্জনের মাধ্যমে বিজয়ী দল দুটি আনুষ্ঠানিকভাবে ইন্টারন্যাশনাল ইনভেনশন, ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি কমপিটিশন (I³C) ও ইনোভেশন ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।

আন্তর্জাতিক পর্বটি আগামী ২৮ থেকে ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে বানডুং, ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে।

বিজয়ী দলগুলো হলো: স্বর্ণপদকপ্রাপ্ত দল “Three Zero”, যার সদস্যরা মো. ইব্রাহিম, শারমিন ইমা, ফারহানা মেহজবিন তুষ্টি ও আসিফ মুনতাসির সিফাত।

সম্মানজনক অর্জন (Honorable Mention) প্রাপ্ত দল “SOUND VISION”, যার সদস্যরা ইশরাক উদ্দিন চৌধুরী, কাজী মো. আজহার উদ্দিন আবীর, ফাহিমা আবিদা চৌধুরী, সুমাইয়া বিনতে ইসমাইল ও আব্দুল মোমেন সাফিন।

এছাড়া UITS শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে অংশগ্রহণকারী অন্য দুটি দলের কঠোর পরিশ্রম ও সৃজনশীল প্রয়াস, যাদের প্রকল্প বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণার সক্ষমতার প্রমাণ দিয়েছে। অন্য দুটি দল হলো Team “PELTIERS” এবং Team “SpeedShine”।

ইনোভেশন ওয়ার্ল্ড কাপ ২০২৬ হলো এমন একটি আন্তর্জাতিক মঞ্চ, যেখানে সৃজনশীল ধারণা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবন প্রতিযোগিতা করে, আন্তঃসাংস্কৃতিক সহযোগিতার সুযোগ তৈরি হয় এবং ভবিষ্যতের উন্নত বিশ্বের জন্য নতুন সমাধান উপস্থাপিত হয়।

একইসঙ্গে, ইন্টারন্যাশনাল ইনভেনশন, ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি কমপিটিশন (I³C) ২০২৬ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সৃজনশীলতা, সমস্যা সমাধান দক্ষতা ও গবেষণামুখী চিন্তাধারাকে তুলে ধরে।

UITS-এর “Three Zero” ও “SOUND VISION” দলের এই সাফল্য শুধু বিশ্ববিদ্যালয়ের নয়, বরং বাংলাদেশের তরুণ প্রজন্মের উদ্ভাবনী সম্ভাবনার উজ্জ্বল প্রতিফলন। তারা আসন্ন আন্তর্জাতিক পর্বে বাংলাদেশের পতাকা উঁচু করে ধরবে বানডুং, ইন্দোনেশিয়ায়।

ড্রিমস অব বাংলাদেশ (DOB) জাতীয় পর্বের আয়োজক হিসেবে কাজ করেছে, যার এক্সক্লুসিভ সহযোগী প্রতিষ্ঠান ছিল MIICA Malaysia। UITS বিজয়ী দলগুলোকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেছে—এই সাফল্য তাদের কঠোর পরিশ্রম, মেধা ও উদ্ভাবনী মানসিকতার ফল, যা বিশ্ববিদ্যালয়ের সেই অঙ্গীকারকে প্রতিফলিত করে—“জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে একটি আলোকিত ভবিষ্যৎ নির্মাণ।”

স্বর্ণপদক জয়,UITS শিক্ষার্থী,ইনোভেশন ওয়ার্ল্ড কাপ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত