
অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আগামী নির্বাচন একটি আদর্শ নির্বাচন হবে। দেশের সবকিছুর ভিত্তি আইনশৃঙ্খলা। শুরুতে সমস্যা থাকলেও এখন ভালো অবস্থা। পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এটি বড় পরীক্ষা। কেননা প্রফেসর ইউনূস বলেছেন, নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে। নির্বাচনে পরাজিত ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। আমরা চাই, একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হোক এবং নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিয়ে চলে যেতে।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দু’টি সেক্টরে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন—শিক্ষা ও স্বাস্থ্য। অন্যান্য দেশে শিক্ষা ও স্বাস্থ্যখাতে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়, কিন্তু আমরা এখনও সেই জায়গায় পিছিয়ে। তবে আমরা চেষ্টা করছি। ডাক্তার–নার্স সংকট নিরসনের অংশ হিসেবে এই স্বল্প সময়ে সাড়ে ৩ হাজার নার্স ও ৩ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। এই খাতে বাজেটও বাড়ানো হয়েছে। আগামী বাজেটে তার সুফল দেখা যাবে। আমরা কিছু প্রকল্পও শুরু করেছি, আশা করি পরের সরকার তা ধরে রাখবে।
আলু রপ্তানি প্রসঙ্গে তিনি বলেন, আলু রপ্তানির বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে, তবে এটি সহজ নয়। পৃথিবীতে মাত্র দুই–একটি দেশ নিয়মিত আলু আমদানি করে। কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে কিছু দেশ সাময়িকভাবে আলু আমদানি করে, অন্যথায় আমদানি করে না।
বিদেশে মানবসম্পদ রপ্তানি বিষয়ে তিনি বলেন, বিদেশে গেলে অবশ্যই দক্ষ হিসেবে যেতে হবে, না হলে বেতন কম। আমাদের দেশের অনেক মানুষ দক্ষতা ছাড়া বিদেশে যায়, তাই কম বেতন পায়। বিদেশে অসংখ্য নার্সের পদ খালি রয়েছে। নার্স হিসেবে বিদেশে গেলে ভালো বেতন পাওয়া সম্ভব। দক্ষ জনশক্তি রপ্তানি করা গেলে দেশের জন্য ভালো হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দফতরকে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন তিনি।
প্রাণিসম্পদ নিয়ে বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রংপুরে অনেক ছোট বা দেশি গরু পালন করা হয়, য deren মাংস অত্যন্ত সুস্বাদু। এই গরুর মাংসের বাজার ভালো এবং ঢাকাতেও এর চাহিদা বেশি। এ বিষয়ে প্রাণিসম্পদ বিভাগ উদ্যোগ নিতে পারে।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার তোফায়েল আহমেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু ছাইদসহ অন্যান্য কর্মকর্তারা।
এর আগে “উত্তরাঞ্চলের অগ্রযাত্রার কেন্দ্রবিন্দু রংপুর” শিরোনামে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
এদিকে চার দিনের সফরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন রংপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা পরিদর্শন করেন। আজ বিকেলে তিনি রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শন করবেন।
সফরের মধ্যে ৭ ডিসেম্বর তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে বিকেলে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।