অনলাইন সংস্করণ
১৩:৫১, ১৬ ডিসেম্বর, ২০২৫
জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারী মহান বিজয় দিবসে ফেসবুকে একটি পোস্ট করেছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, স্বাধীনতা অর্জন আর স্বাধীনতার সার্থকতার মধ্যে আজও বিস্তীর্ণ এক শূন্যতা বিদ্যমান।
আজহারী উল্লেখ করেছেন, এই শূন্যতা পূরণের জন্য প্রয়োজন নিখাদ দেশপ্রেম, সততা, দায়িত্বশীলতা ও জাতীয় ঐক্য। তিনি ৫৪তম বছর উপলক্ষে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় অঙ্গীকারের আহ্বান জানিয়েছেন।
তিনি আরও প্রার্থনা করেছেন, “হে আল্লাহ! এই জনপদে শান্তি, শৃঙ্খলা, সমৃদ্ধি ও নিরাপত্তা দান করো।”
এদিকে, মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ভিড় করেছেন সর্বস্তরের মানুষ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন শেষে সাধারণ মানুষের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করা হয়।
সরেজমিন দেখা গেছে, বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসছেন। ফুল, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন তারা।