ঢাকা শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

শেষ হলো ৩ দিনের রাষ্ট্রীয় শোক

শেষ হলো ৩ দিনের রাষ্ট্রীয় শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক গতকাল শুক্রবার শেষ হয়েছে। শোক কর্মসূচির শেষ দিনে সারাদেশে মরহুমার আত্মার শান্তি ও রুহের মাগফিরাতের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

শোক কর্মসূচির শেষ দিনে, জুমার নামাজের পর, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়। এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তাঁর স্মরণে প্রার্থনার আয়োজন করা হয়।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। পরদিন জাতীয় সংসদ ভবন এলাকায় জানাজা শেষে তাঁকে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়। ওই দিন সারাদেশে রাষ্ট্রীয় শোক পালনের পাশাপাশি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।

বিএনপি চেয়ারপারসন,বেগম খালেদা জিয়া,রাষ্ট্রীয় শোক,শেষ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত