পিআর পদ্ধতি চালু হলে সরকার স্বৈরাচার হতে পারবে না তবে দেশের জন্য ক্ষতি হবে অনেক বেশি। এককভাবে সরকার গঠন করতে না পারার কারণে ছোট ছোট দলগুলো নিয়ে পাশের দেশ ভারত সব সময় খেলা করবে সরকার পতন হবে বছরে বছরে এবং দেশের উন্নয়ন থেকে শুরু করে সব কিছুই বন্ধ হয়ে যাবে।
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জামায়াত দলীয় ভাবে ভালো করলেও দেশের জন্য ক্ষতি হবে। বাংলাদেশের রাজনীতিতে দেশপ্রেম জিরো বললে ভুল হবে না এবং দলের মধ্যে গণতন্ত্র নেই ক্ষমতায় যাওয়ার মতো দলগুলোতে তাই পিআর এর সৌন্দর্য দেখা যাবে না বাংলাদেশে। বাংলাদেশের এমপি হয় রাস্তা কালভাট সেতু উন্নয়ন করতে, এখানে আইন প্রণেতা হয়না।
দলের মধ্যে গণতন্ত্র নিয়ে আনতে পারলে সংসদ সদস্যদের কাজ আইন পাস করা এইটা বুঝাতে পারলে স্থানীয় সরকার শক্তিশালী স্বাধীন করতে পারলে জনগণ পিআর এর সূফল পাবে, না হলে পিআর এর সুফল ভোগ তো করতে পারবে না উলটা দেশ বিক্রি হবে ভারতের কাছে।
বিএনপি বিপুল ভোটে জয়ী হলে আগামীতে হয়তো স্বৈরাচার হবে কিন্তু দেশ ভারত এর কথাতে চলবে না কিন্তু দুর্বল বিএনপি সরকার হলে জামায়াত বাদে অন্য সকল দলকে ভারত কিনে নেবে এবং বাংলাদেশের সরকার পতন এর ব্যবস্থা করবে আর এই ভয়ে বিএনপি ভারতমুখী হবে। আর যদি বিএনপি বিপুল ভোটে জয়ী হয় তাহলে তারা ভারতমুখী হবে না।
আওয়ামীলীগ বিএনপি বড় দলের সময় জামায়াত এর পিআর চাওয়া সঠিক ছিলো কিন্তু এখন আর সেটা সঠিক নয়। কারণ, বিএনপির পরেই জামায়াত এর অবস্থান এবং জামায়াত এর আরো ভালো করার সুযোগ সামনে আসছে প্রধান বিরোধী দল হিসেবে। বাংলাদেশের জনগণ এক সময় পর ক্ষমতাসীন দল বিএনপির কাজ ভালো না লেগে বিরোধী দল জামায়াত এর দিকে যাবে। পিআর সিস্টেমে ভোট হলে সব ছোট দলের ভ্যালু থাকবে তখন জনগণ জামায়াত এর দিকে না ঝুঁকে অন্য ছোট দলের দিকে ঝুঁকবে এবং তারা লাভবান হবে। জনগণ ভোট দেয় যারা ক্ষমতায় আসবে বা আসার সুযোগ আছে তাদের।
ভারতের চক্রান্ত থেকে দেশ বাঁচাতে আবার বিএনপিকে জামায়াত এর সমর্থন দিতে হবে জোট করতে হবে।
পিআর সিস্টেমে ভোট হলে আগামী নির্বাচনে চমক দেখাবে জাতীয় পার্টি। জাতীয় পার্টিকে অর্থ দিয়ে ভারত, ভোটার দিয়ে আওয়ামীলীগ সর্বোচ্চ শক্তি দিয়ে নির্বাচিত করবে।
আগামী সরকারকে অনেক শক্তিশালী সরকার হতে হবে। ড. ইউনুস চলে যাওয়ার পর আওয়ামীলীগ এবং ভারত প্রচুর চাপ দিবে তখন শক্তিশালী সরকার না হলে সরকার এর পতন ঘটবে এবং হাসিনার আসার পথ সুগম হবে।
পিআর সিস্টেমে নির্বাচন করতে হলে আগামী তিন নির্বাচন পর করা যেতে পারে। এখন থেকে কিছু কিছু সিটি কর্পোরেশন নির্বাচন পিআর হিসেবে করা শুরু করতে হবে এবং স্থানীয় সরকার শক্তিশালী করতে হবে তারপর সংসদ সদস্যদের কাজ আইন প্রনয়ণ করা সেটা ঠিক করতে হবে। সংসদ সদস্যদের উন্নয়নমূলক কাজ থেকে বিরত রাখতে হবে। এসব কাজগুলো আগামী তিন নির্বাচন পর্যন্ত করার পর পিআর সিস্টেম চালু করে জাতীয় সংসদ নির্বাচন করলে দেশ এবং জনগণ উপকৃত হবে।
লেখক: অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক।