ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

রাজধানীতে আজ মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম

রাজধানীতে আজ মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম

নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিলসহ পাঁচ দফা দাবিতে আজ শনিবার (৩ মে) রাজধানীতে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম৷ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত এই সমাবেশ চলবে।

শনিবার (৩ মে) ফজর নামাজের পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসা শুরু করেন। সকাল ৮টার মধ্যেই সোহরাওয়ার্দী উদ্যানে লোকারণ্য হয়ে যায়।

গতকাল শুক্রবার বিকেলে হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা সমাবেশস্থল ও মঞ্চ পরিদর্শন করেন। এ সময় তারা দেশবাসীকে শান্তিপূর্ণভাবে সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানান।

সংগঠনের পক্ষ থেকে ঢাকার বাইরের নেতাকর্মীদের জন্য তিনটি নির্দিষ্ট স্থানে একত্রিত হয়ে সমাবেশস্থলে আসার নির্দেশনা দেওয়া হয়েছে।

এই মহাসমাবেশের মাধ্যমে হেফাজতে ইসলাম তাদের প্রধান পাঁচটি দাবি তুলে ধরবে, সেগুলো হলো-

১. ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গণহত্যার বিচার।

২. বহুত্ববাদের পরিবর্তে সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল।

৩. নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ও কমিশন বাতিল।

৪. ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্যোগ ও ওয়াকফ আইন বাতিল।

৫. ফিলিস্তিন দখলদার মুক্ত করার উদ্যোগ গ্রহণ করা।

আবা/এসআর/২৫

হেফাজতে ইসলাম,মহাসমাবেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত