আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় ছেড়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকারীরা। শনিবার রাত সোয়া ৯টার পর থেকে বিক্ষোভকারীদের মধ্যে থেকে তারা পৃথক মিছিল করে এসে সেখানে অবস্থান নেন।
এই গণজমায়েতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, কিছুক্ষণের মধ্যে আমরা শাহবাগ থেকে বাংলামোটর অবরোধ করবো। পরে অবস্থা বুঝে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়া হবে। তারই অংশ হিসেবে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।
এর আগে সন্ধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এক ঘণ্টার আল্টিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ। এই সময়ের মধ্যে আওয়ামী লীগসহ এর অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।
এরও আগে শুক্রবার (৯ মে) রাতে শাহবাগে এক সংবাদ সম্মেলনে তিন দফা দাবি সামনে রেখে গণজমায়েত কর্মসূচির ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। পাশাপাশি দাবি আদায়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের কথাও জানান তিনি।
আবা/এসআর/২৫