ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানালো এনসিপি

জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানালো এনসিপি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দল। এসময় জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে সরকারকে আরও বেশি কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে এনসিপির পক্ষ থেকে।

রোববার (৩১ আগস্ট) রাতে বৈঠকের পর দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, গত তিনটি অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে জাতীয় পার্টি সহযোগিতা করেছে। সুতরাং তারা আওয়ামী লীগের অংশ। এখন তারা আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে। তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে সরকারকে আরও বেশি কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে।

আরিফুল ইসলাম আদিব বলেন, আমরা মোট পাঁচটি বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছি। গণঅভ্যুত্থানের এক বছর পার হলেও আমরা দেখতে পাচ্ছি গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন তাদের পুনর্বাসন, চিকিৎসা এবং নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি। আমরা কিছুদিন আগেও দেখেছিলাম শহীদ পরিবারের সদস্যরা তাদের দাবি নিয়ে মাঠে নামলে পুলিশ লাঠিচার্জ করে। সেসময় বেশকিছু শহীদ পরিবারের সদস্য আহত হন। আমরা শহীদ পরিবার এবং আহতদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছি।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে আদীব বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আগামি নির্বাচনকে গণপরিষদ নির্বাচন এবং এরপর নতুন সংবিধান প্রণয়নের দাবি জানানো হয়েছে। নির্বাচন কমিশন তাদের সক্ষমতা ও নিরপেক্ষতার জায়গাটা নিশ্চিত করবেন বলে তারা আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, গুম কমিশনের পরামর্শ আমলে নিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। আগের বিভিন্ন নির্বাচনে সরকারি সংস্থার লোকজন প্রভাবিত করার চেষ্টা করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

আবা/এসআর/২৫

জাতীয় পার্টি,নিষিদ্ধ,এনসিপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত