অনলাইন সংস্করণ
২১:০৬, ০৪ অক্টোবর, ২০২৫
চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পর ইসলামের পক্ষে একটি জাগরণের সুযোগ হয়েছে। আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছি আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়াই করার। প্রতি আসনে একটিমাত্র ইসলামের পক্ষে ব্যালট বাক্স দিয়ে ইসলামকে বিজয়ী করার জন্য। এ জন্য সংগঠনকে তৃণমূলে তুলে ধরতে হবে।’
শনিবার (৪ অক্টোবর) বিকেলে বাঞ্ছারামপুর মওলাগঞ্জ বাজার মাঠে গণসমাবেশে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার সভাপতি সামসুল হক সুমনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন চরমোনাই পীর রেজাউল করীম।
এসময় মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের প্রার্থী হাফেজ মোহাম্মদ আলীর নাম ঘোষণা করেন। তিনি প্রার্থীর হাত তুলে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। তাদের দলীয় প্রতীক হবে হাত পাখা।
চরমোনাই পীর বলেন, ‘বিগত ১৬ বছর বাংলাদেশের জনগণের ওপর শেখ হাসিনা জগদ্দল পাথরের মতো চেপে বসে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। মানুষ তখন স্বাধীনভাবে কথা বলতে পারত না, মানুষের জান-মাল, ইজ্জত-আব্রুর নিরাপত্তা ছিল না। সাংবিধানিক ও মৌলিক মানবাধিকার ছিল ভূলুণ্ঠিত। সুস্থধারার রাজনৈতিক কর্মকাণ্ড বিদায় করে দিয়েছিল। দেশের এই দুর্দিনে সরকারের বিরুদ্ধে জনগণ বিভিন্ন সময়ে আন্দোলন করতে গিয়ে জালেম সরকারের জুলুম-নির্যাতন সইতে হয়েছে। সর্বশেষ গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই স্বৈরশাসকের পতন ঘটে।’
চরমোনাই পীর আরও বলেন ‘মুসলিম লীগ, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন জনগণ দেখেছে। তাদের শাসনে সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। শুধু দেশ, দল ও নেতা পরিবর্তন করে শান্তি আসবে না। শান্তি তখনই আসবে, যখন আমরা নীতি-আদর্শের পরিবর্তন আনতে পারব এবং ইসলামের সুমহান আদর্শকে রাষ্ট্র ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করতে পারব।’
তিনি বলেন, ‘ফ্যাসিবাদের পতন হলেও তাদের প্রেতাত্মারা নতুন করে একটি দলের ওপর ভর করছে। আমরা এগুলো দেখতে চাই না। আমরা ন্যায়-ইনসাফ এবং সুখী-সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই। ইসলামের প্রকৃত সৌন্দর্য জনগণের সামনে তুলে ধরার সময় এসেছে।’
তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে দলীয় প্রতীক ‘হাত পাখা’ হাফেজ কাজী মোহাম্মদ আলীর হাতে অর্পণ করা হয়েছে। তার বিজয়ের জন্য সকল সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।