অনলাইন সংস্করণ
২০:০০, ০৬ অক্টোবর, ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “নির্বাচনটা নিজেই চ্যালেঞ্জ নয়, বরং যারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে জনগণকে বিভ্রান্তি তৈরি করতে চায় এবং নির্বাচন বিলম্বিত করতে চায়, সেটাই আসল চ্যালেঞ্জ।”
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘নাগরিক যুব ঐক্য’ আয়োজিত আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, “যারা ‘পিআর পিআর’ করে জনগণকে বা বাংলাদেশকে অস্থিতিশীল সরকারের দিকে নিয়ে যেতে চায়, তারা মূল চ্যালেঞ্জ।”
তিনি আরও বলেন, “নির্বাচনকে জটিল করার জন্য বিভিন্ন দাবিদাওয়া, দুই ব্যালট দেওয়ার মতো বিতর্ক সৃষ্টি করা, জনগণকে বিভ্রান্ত করা—এইসব কৌশলই আসল চ্যালেঞ্জ। তবে জনগণ প্রস্তুত, তারা সহজভাবে ভোট দিতে জানে। গণভোটের জন্য যে ব্যালট হবে, তার মাধ্যমে নির্বাচন কমিশন জনগণকে সহজভাবে বোঝানোর প্রচারণা করতে পারে। উদাহরণস্বরূপ, লাল চিহ্নের মধ্যে টিক দিলে ‘না’, সবুজ চিহ্নে ‘হ্যাঁ’।”
সালাহউদ্দিন বলেন, “গণভোটের প্রশ্ন জনগণের সামনে উন্মুক্ত থাকবে যে জুলাই জাতীয় সনদ অনুযায়ী কি তারা সমর্থন করে নাকি না। আমরা সিম্পল সিস্টেমে যাব, এটিই আমাদের চ্যালেঞ্জ। যারা এটিকে জটিল করতে চাচ্ছে, তাদের আল্লাহ হেদায়েত দিন।”
বিএনপি নেতা আরও বলেন, “নির্বাচনের সব বিষয়গুলোর জন্য গুরুত্বপূর্ণ অংশ হলো ভোটার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বর্তমান পুলিশের অবস্থা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। তবে এক লক্ষেরও বেশি সেনাবাহিনী সদস্য নির্বাচন সহায়তায় থাকবে। তাদের প্রশিক্ষণ ইতোমধ্যে দেয়া হচ্ছে। পুলিশ বাহিনীর বাইরেও আনসার-ভিডিপিসহ অন্যান্য সহযোগী বাহিনীও প্রশিক্ষণ পাচ্ছে।”
তিনি জোর দিয়ে বলেন, “জনগণ এবার খুব উদগ্রীব এবং তারা মূল ভূমিকা পালন করবে। যদি কেউ অনিয়ম করার চেষ্টা করে, জনগণ সতর্ক থাকবেই।”
সালাহউদ্দিন ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য শক্তিশালী করার গুরুত্বের কথাও তুলে ধরেন। তিনি বলেন, “যদি এই জাতীয় ঐক্য সমুন্নত ও শক্তিশালী রাখি এবং গণতান্ত্রিক শক্তিকে সম্মান করি, তাহলে ভবিষ্যতে বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের উৎপত্তি হবে না। এটাকেই আমরা চ্যালেঞ্জের প্রধান জায়গা মনে করি এবং পুরো জাতি সম্মিলিতভাবে তা মোকাবেলা করবে।”
সভায় নাগরিক যুব ঐক্যের প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম খান সভাপতিত্ব করেন এবং সমন্বয়কারী ফারুক হোসেন খান অনুষ্ঠান পরিচালনা করেন। এতে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।