ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শিক্ষা সংস্কার কমিশন গঠন করবে বিএনপি: তারেক রহমান

শিক্ষা সংস্কার কমিশন গঠন করবে বিএনপি: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা খাতের সার্বিক উন্নয়নে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হবে। পাশাপাশি শিক্ষকদের চাকরি জাতীয়করণের বিষয়টি পর্যালোচনায় উচ্চপর্যায়ের কমিশন গঠন করা হবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষকদের এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ ঘোষণা দেন।

আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে বিএনপি সমর্থিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোট এই সমাবেশের আয়োজন করে।

তারেক রহমান বলেন, আপনাদের বক্তব্যে শিক্ষকদের চাকরি জাতীয়করণ এবং আরও শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করার দাবি এসেছে। বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করা হবে।

তিনি আরও বলেন, আমার একটি পরিকল্পনা হলো—জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে যেমন স্বাধীনতা দিবস বা বিজয় দিবসে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে শুভেচ্ছা বিনিময়ের জন্য আমন্ত্রণ জানান। আমি মনে করি, এসব অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্তত একজন করে শিক্ষককে অবশ্যই অন্তর্ভুক্ত করা উচিত। কারণ শিক্ষকরা জাতি গঠনের প্রকৃত কারিগর।

বিএনপি নেতার মতে, একটি জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য।

তিনি বলেন, রাষ্ট্র, রাজনীতি ও সরকারের উন্নয়নে বিএনপির গৃহীত সব কর্মপরিকল্পনা বাস্তবায়নে শিক্ষকদের সহযোগিতা প্রয়োজন। তাই আসন্ন নির্বাচনে বিএনপি শিক্ষক সমাজের সমর্থন ও সহযোগিতা কামনা করছে।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে এবং অতিরিক্ত মহাসচিব জাকির হোসেনের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মুগিজউদ্দিন চৌধুরী।

তারেক রহমান,বিএনপি,শিক্ষা সংস্কার কমিশন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত