ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শাপলা প্রতীক ছাড়া নিবন্ধন মেনে নেবে না এনসিপি

শাপলা প্রতীক ছাড়া নিবন্ধন মেনে নেবে না এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক ছাড়া তাদের দলীয় নিবন্ধন গ্রহণ করবে না। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এই দাবি জানান।

এর আগে বিকেল ৪টার দিকে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে বৈঠক শুরু হয়। এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এবং ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকে দলীয় প্রতীক শাপলার ওপর নিবন্ধনের নিশ্চয়তা ও অন্যান্য নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।

এনসিপি পক্ষ থেকে জানানো হয়েছে, শাপলা প্রতীক ছাড়া কোনো অবস্থাতেই তারা নিবন্ধন মেনে নেবে না। বিষয়টি দলীয় নীতি ও পরিচয়ের সঙ্গে সরাসরি সম্পর্কিত বলে তারা দাবি করেছে।

এনসিপি,নিবন্ধন,শাপলা প্রতীক ছাড়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত