অনলাইন সংস্করণ
১৬:৪২, ১০ অক্টোবর, ২০২৫
জাতির মতামত না নিয়ে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন উপেক্ষা করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ তৈরির ক্ষেত্রে রাজনৈতিক দলের নেতারা যেসব বিষয়ে একমত হয়েছেন, সেসব বিষয়কে অন্তর্ভুক্ত করতে হবে। এরপর তার ভিত্তিতে গণভোটের আয়োজন করতে হবে—তাহলেই জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি হবে।
তিনি দাবি করেন, দেশের বিভিন্ন জরিপে দেখা গেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে ভোট দিতে চায়।
তিনি আরও বলেন, “আমরা বলেছি, পিআর ব্যবস্থার বিষয়ে গণভোট দিন। জনগণ যদি পিআরের পক্ষে রায় দেয়, সব দলকে তা মেনে নিতে হবে। আর যদি জনগণ বিপক্ষে রায় দেয়, আমরা তা মেনে নেব। কিন্তু জাতির মতামত না নিয়ে পিআর উপেক্ষা করা যাবে না।”
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “যদি খুনিরা বেঁচে যায়, তাহলে নির্বাচন কখনোই নিরপেক্ষ হতে পারে না। বাংলাদেশের ওপর দিল্লির আধিপত্যের ‘দেবদাস’ হয়ে বসবাস করতে হবে। তাই লেভেল প্লেয়িং ফিল্ড, পিআর পদ্ধতি ও অপরাধীদের বিচারের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে হবে।”
প্রধান উপদেষ্টার উদ্দেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, “একদিকে আপনি সরকারের প্রধান, অন্যদিকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান—এই দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে আপনাকে শক্ত থাকতে হবে। আপনার চারপাশে যেসব উপদেষ্টা রয়েছেন, তাদের কেউ কেউ আপনাকে ভুল পথে ঠেলে কোনো দলের বিশেষ এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন। আমরা আর এই দৃশ্য দেখতে চাই না।”
তিনি আরও বলেন, “আমরা দেশকে দুর্নীতিমুক্ত ও দারিদ্র্যমুক্ত করতে চাই। রাষ্ট্রে মানবিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ঐকমত্য কমিশনে যেসব বিষয়ে একমত হয়েছে, তা যেন জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয়। সেই সনদের ভিত্তিতে গণভোট দিতে হবে এবং তাতে পিআর প্রস্তাবও অন্তর্ভুক্ত থাকতে হবে।”