ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নাশকতার মামলায় অব্যাহতি পেলেন মির্জা আব্বাস দম্পতি

নাশকতার মামলায় অব্যাহতি পেলেন মির্জা আব্বাস দম্পতি

নির্বাচনী প্রচারণার সময় নাশকতা, হামলা ও ভাঙচুরের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস।

সোমবার (১৩ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ অস্বীকার করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন তার আইনজীবীরা।

মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, ২০১৮ সালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিচ্ছিন্ন মিছিল নিয়ে যাচ্ছিলেন মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এই ঘটনায় বাদী হয়ে পল্টন থানায় মামলা করে পুলিশ।

মামলা থেকে অব্যাহতির পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাস। তিনি জানান, তার বিরুদ্ধে এখনো বেশ কিছু মামলা চলমান রয়েছে। তিনি নিজের পাশাপাশি দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক প্রতিহিংসামূলক সব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

নাশকতার মামলা,অব্যাহতি,মির্জা আব্বাস,বিএনপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত