অনলাইন সংস্করণ
১৬:৪৬, ১৪ অক্টোবর, ২০২৫
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীকই পাবে বলে জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।
এর আগে, দুপুরে নির্বাচন কমিশন (ইসি) ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ইসির বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে তা দেয়ার সুযোগ নেই। আগামী ১৯ অক্টোবরের মধ্যে এনসিপি শাপলার বিকল্প প্রতীক না নিলে ইসি নিজ উদ্যোগে অন্য প্রতীক দিয়ে নিবন্ধন দেবে বলেও জানান তিনি।
এরপরই মূলত এই পোস্ট দেন হাসনাত আবদুল্লাহ।