ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ১ লাখ করে টাকা দেবে জামায়াত

মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ১ লাখ করে টাকা দেবে জামায়াত

রাজধানীর মিরপুরের পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত প্রতিটি পরিবারকে এক লাখ করে টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ঘটনাস্থল গিয়ে এ ঘোষণা দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

ঘটনাস্থল পরিদর্শন করে ডা. শফিকুর রহমান বলেন, ‘এরা পরিশ্রমী মানুষ, জীবিকার তাগিদে কাজ করতে এসে প্রাণ হারিয়েছেন। এই সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।’

জামায়াত আমির স্থানীয় নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর নির্দেশ দেন এবং সরকার ও মানবিক সংস্থাগুলোকে সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রূপনগরের শিয়ালবাড়ীর ৩ নম্বর সড়কে ওই কারখানা ভবন এবং তার উল্টো দিকে রাস্তার অপর পাশে থাকা রাসায়নিকের গুদামে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মিরপুরে অগ্নিকাণ্ড,নিহত,পরিবার,টাকা,জামায়াতে ইসলামী,ডা. শফিকুর রহমান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত