
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দলের পিআর (আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতা) দাবির সমালোচনা করে বলেছেন, পিআর-টিআর বাদ দিয়ে আসুন। মানুষ যাকে ভোট দেবেন, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যারা সরকার গঠন করবেন, পরে তাদেরকেই এসব সমস্যা সমাধানের দায়িত্ব নিতে হবে।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট ঈদগা মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা কোনো দলের বিরুদ্ধে কথা বলছি না, আমরা আমাদের কথা বলছি।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে বেশি ব্যস্ত করার মানে কি হয়? কয়েকটি দল চাইছে নির্বাচন যেন না হয়, কিন্তু দেশের মানুষ নির্বাচনের জন্য উদগ্রীব। জনগণ ভোট দিতে চায় এবং ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়।
নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কঠোর অবস্থান জানিয়ে বলেন, ভোটের ব্যাপারে কোনো আপস করা হবে না, জনগণ আপোস করবে না।
তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি সরকার গঠন করলে ৩১ দফা দাবি বাস্তবায়ন করা হবে। এছাড়া ফ্যামিলি কার্ড ব্যবস্থা চালু এবং শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করারও প্রতিশ্রুতি দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম আবুল কাশেম আজাদ, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, ওবায়দুল্লাহ মাসুদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।