অনলাইন সংস্করণ
১৯:৫৫, ১৬ অক্টোবর, ২০২৫
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রাথমিকভাবে ১০৮টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির তরুণ নেতৃত্বকে গুরুত্ব দিয়ে গঠিত এই তালিকায় রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক এবং ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডের ফারইস্ট ইন্স্যুরেন্স টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের পরিচয় তুলে ধরেন। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
চেয়ারম্যান মঞ্জু বলেন, “নতুন দল হিসেবে এবারের নির্বাচন এবি পার্টির নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করছে। আজ আমরা দলীয়ভাবে শতাধিক আসনে প্রার্থীর নাম ঘোষণা করছি।”
তিনি আরও বলেন, “বর্তমান রাজনৈতিক মতপার্থক্য ও বিতর্ককে মোকাবিলা করতে অন্তর্বর্তী সরকারের শক্ত ভূমিকা অপরিহার্য। সরকার যদি দৃঢ় না হয়, তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
দলীয় সূত্রে জানা গেছে, এবি পার্টি আগে থেকেই একটি প্রার্থী বাছাই কমিটি গঠন করেছিল, যার নেতৃত্বে ছিলেন দুই ভাইস চেয়ারম্যান ও একজন যুগ্ম সাধারণ সম্পাদক। দীর্ঘ যাচাই-বাছাই শেষে সেই কমিটি একটি প্রাথমিক প্রতিবেদন জমা দেয়। কার্যনির্বাহী কাউন্সিল সভায় সেই প্রতিবেদন মূল্যায়নের পর চূড়ান্ত করা হয় ১০৮ জনের তালিকা।
দ্বিতীয় পর্যায়ের যাচাই-বাছাই শেষে নভেম্বরের প্রথম সপ্তাহে পরবর্তী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
ঘোষিত তালিকায় উল্লেখযোগ্য সংখ্যক তরুণ প্রার্থী রয়েছেন। এছাড়া রয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক ও অন্যান্য পেশাজীবী, যারা রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারেন বলে মনে করছেন দলীয় নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কাসেম, অ্যাডভোকেট গোলাম ফারুক, লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান, ব্যারিস্টার সানী আবদুল হক ও অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।