অনলাইন সংস্করণ
২০:৪৩, ১৬ অক্টোবর, ২০২৫
বাংলাদেশের যুবসমাজ ও মায়েরা ইসলামকে দারুণভাবে ধারণ করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে আয়োজিত ঢাকা-১৫ আসনের নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, “আজ পর্যন্ত তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে। সব জায়গায় একই চিত্র—মেয়েদের আস্থা ছাত্রশিবিরের ওপর, তরুণদের আস্থা ছাত্রশিবিরের ওপর। এরই প্রতিচ্ছবি আগামীতে বাংলাদেশ দেখবে।”
তিনি আরও বলেন, “৯১ ভাগ মুসলমানের দেশে আমাদের মায়েদের সম্মান ঘরে-বাইরে কোথাও নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুরআন ও রাসুলের জীবন থেকে শিক্ষা নিয়েছে যে আমাদের মায়ের জাতিকে মায়ের মর্যাদায় অধিষ্ঠিত করতে হবে।”
রাষ্ট্র গঠনে নারীর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “বাস্তব প্রয়োজনে ও যোগ্যতা অনুযায়ী পুরুষদের পাশাপাশি নারীরাও রাষ্ট্র গঠনে অবদান রাখবেন।”
ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিক মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা দেখব না সে কোন ধর্মের, কোন দলের, তার গায়ের রং কী, ভাষা কী, সে পাহাড়ে থাকে নাকি সমতলে—সে এই দেশের নাগরিক, সেই হিসেবে তাকে সম্মান করব।”
তিনি বলেন, “আমাদের অনেকগুলো প্রাধান্য আছে—আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি, সুশাসন। দুর্নীতিগ্রস্ত লোকদের হাত থেকে দেশকে উদ্ধার করে প্রকৃত সেবকদের হাতে তুলে দিতে হবে। সেই ব্যক্তি আমাদের দলের না-ও হতে পারেন, অন্য ধর্মেরও হতে পারেন, কিন্তু তিনি যদি যোগ্য হন, দায়িত্ব তার হাতেই দেওয়া হবে।”
জামায়াত আমির আরও বলেন, “আমরা এমন একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে চাই, যেখানে যোগ্যতা ও সততার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে, বিভাজনের রাজনীতি নয়।”