অনলাইন সংস্করণ
১৬:৩৭, ১৭ অক্টোবর, ২০২৫
জুলাই সনদ স্বাক্ষরের দিনেও জুলাই যোদ্ধাদের রাস্তায় নামতে হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের পুলিশের হাতে মার খেতে হয়েছে—এটা লজ্জাজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর মিরপুর ১০ নম্বরে অনুষ্ঠিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, ‘অন্তর্বর্তী সরকারের পুলিশের হাতে জুলাই যোদ্ধাদের মার খাওয়া জাতির জন্য লজ্জাজনক। অনেকের দাবি মেনে নেওয়া হলেও তাদেরকে বঞ্চিত করা হচ্ছে—এটা ন্যায়সঙ্গত নয়।’
এসময় তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে জামায়াতের মতো অন্য কোনো রাজনৈতিক দলকে এত জুলুম-নির্যাতনের শিকার হতে হয়নি। তাই জুলাই আন্দোলনের মজলুমদের কষ্ট আমরা সবচেয়ে ভালো বুঝি।’
ডা. শফিকুর রহমান দাবি করেন, জামায়াত কখনোই কারও বিরুদ্ধে প্রতিশোধের রাজনীতি করে না।
তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের পর থেকে আজ পর্যন্ত আমরা কোনো ব্যক্তিগত প্রতিশোধ নিইনি। সুযোগ থাকলেও কোনো অপরাধে জড়াইনি, আর সামনেও কাউকে অপরাধ করতে দেব না।’
সমাবেশে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা, শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা এবং রাজধানীর বিভিন্ন এলাকার সমর্থকরা।
বক্তারা বলেন, জুলাই আন্দোলনের চেতনা দেশের মানুষের অধিকার আদায়ের নতুন অধ্যায় রচনা করেছে, যা উপেক্ষা করা যাবে না।