ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শেষ মুহূর্তেও জুলাই সনদ অনুষ্ঠানে যোগ দেয়নি এনসিপি

শেষ মুহূর্তেও জুলাই সনদ অনুষ্ঠানে যোগ দেয়নি এনসিপি

চব্বিশের গণঅভ্যুত্থান থেকে জন্ম নেওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই জাতীয় সনদ–২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ না দেওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছে। একেবারে শেষ মুহূর্তে এসেও দলটি সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেয়নি বলে জানা গেছে।

শুক্রবার বিকেলে রাজধানীর সংসদ ভবন এলাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিভিন্ন রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হলেও এনসিপির কোনো প্রতিনিধি সেখানে যাননি।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, ‘সনদ বাস্তবায়ন পদ্ধতির খসড়া, নির্বাচনের আগে গণভোট, সনদের আইনি ভিত্তির নিশ্চয়তা এবং পরবর্তী সংসদকে কনস্টিটুয়েন্ট ক্ষমতা না দিলে আমরা জুলাই সনদে সই করব না।’ দলটি জানায়, এই চারটি শর্ত পূরণ ছাড়া তাদের পক্ষে সনদে স্বাক্ষর করা সম্ভব নয়।

সরকারের পক্ষ থেকে এনসিপিকে অনুষ্ঠানে অংশ নিতে রাজি করাতে বৃহস্পতিবার দিনভর নানা প্রচেষ্টা চালানো হয়। জানা গেছে, সরকারের অন্তত একজন উপদেষ্টা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া একটি শীর্ষ জাতীয় দৈনিকের সম্পাদককেও মধ্যস্থতা করতে দেখা যায় বলে গণমাধ্যম সূত্রে খবর প্রকাশিত হয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশনের একাধিক সদস্য জানিয়েছেন, বাস্তবায়ন পদ্ধতির খসড়া সইয়ের আগে প্রকাশ না করার সিদ্ধান্তই অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলগুলোর ঐকমত্য বজায় রাখার জন্য নেওয়া হয়েছে। কমিশনের ভাষায়, “এখন খসড়া প্রকাশ করা হলে কিছু দল সরে যেতে পারে, তাই আপাতত এটি প্রকাশ করা হচ্ছে না।”

তবে কমিশনের কাছ থেকে এনসিপি লিখিতভাবে বাস্তবায়ন কাঠামোর সম্ভাব্য রূপরেখা জেনেছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। এনসিপি নেতারা মনে করছেন, গণভোট ও আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ দীর্ঘমেয়াদে টেকসই হবে না।

এদিকে, শুক্রবার বিকেলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে জুলাই যোদ্ধারা অবস্থান নিয়ে সনদের সংশোধন, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং জুলাই যোদ্ধাদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার দাবিতে স্লোগান দেয়। এতে কিছুক্ষণ উত্তেজনা তৈরি হলেও পরবর্তীতে পরিস্থিতি শান্ত হয়।

যোগ দেয়নি এনসিপি,জুলাই সনদ অনুষ্ঠান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত