ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বগুড়ায় একসঙ্গে ভার্চুয়াল মঞ্চে তারেক ও জোবাইদা রহমান

বগুড়ায় একসঙ্গে ভার্চুয়াল মঞ্চে তারেক ও জোবাইদা রহমান

বগুড়ার গাবতলীতে আয়োজিত দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জোবাইদা রহমান একইসঙ্গে ভার্চুয়ালি অংশ নেন ও বক্তব্য রাখেন। যা স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে মাগরিব পর্যন্ত চলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই চিকিৎসা ক্যাম্প।উপজেলার বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ আয়োজনে প্রায় ৭ হাজার সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ফরহাদ আলিম ডলার। ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হন তারেক রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. জোবাইদা রহমান।

তারেক রহমান বলেন, দেশে একটি মানবিক ও আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সরকার গঠন করতে পারলে সাধারণ মানুষকে মেডিকেল কার্ড প্রদান করা হবে। সরকারি হাসপাতালে শয্যা সংখ্যা ও চিকিৎসকের সংখ্যা বাড়ানো হবে। এমনকি প্রাইভেট ক্লিনিকেও সরকারি খরচে চিকিৎসার ব্যবস্থা করা হবে।

তিনি আরও জানান, গ্রাম পর্যায়ে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে বিশেষ মেডিকেল টিম গঠন করে কাজ করা হবে, যাতে প্রতিরোধমূলক চিকিৎসায় বাংলাদেশ এগিয়ে যায়।

তারেক রহমান,জোবাইদা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত