ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় তারেক রহমানের উদ্বেগ

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় তারেক রহমানের উদ্বেগ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। ক্ষতিগ্রস্ত সবার জন্য আমার দোয়া রইল। আশা করি, সবাই নিরাপদে আছেন।’

তিনি আরও বলেন, ঘটনাটির কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত জরুরি। সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডের ঘনঘটা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনের কারখানা ও মিরপুরের পোশাক কারখানায় সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাগুলোর প্রেক্ষাপটে বিষয়টি আরও গুরুত্বসহকারে দেখা উচিত।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও লিখেছেন, সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে রয়েছে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ও মিরপুরের পোশাক কারখানা। এসব অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করা অত্যন্ত জরুরি, যাতে ভবিষ্যতে জননিরাপত্তা আরও জোরদার করা যায়।

এ ছাড়া জনসেবার প্রতি সত্যিকারের নিষ্ঠা প্রদর্শন করে দ্রুত এবং সাহসের সাথে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী এবং অন্যান্য সংস্থার সদস্যদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান তিনি।

আবা/এসআর/২৫

শাহজালাল বিমানবন্দর,অগ্নিকাণ্ড,উদ্বেগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত