অনলাইন সংস্করণ
১২:০১, ১৯ অক্টোবর, ২০২৫
নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার হোসেনের সঙ্গে দেখা করতে কমিশনে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দল।
রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রতিনিধি দলটি ইসি সচিবালয়ে যান।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের তালিকা থেকে এনসিপি’র জন্য প্রতীক বাছাইয়ে শেষ দিন আজ। এই সুযোগ কাজে না লাগালে ইসি তার সিদ্ধান্ত অনুযায়ী এনসিপিকে প্রতীক দেবে। সম্প্রতি সাংবাদিকদের এমনটাই জানান ইসি সচিব আখতার আহমেদ।
এর আগে, নির্বাচন পরিচালনা বিধিমালার ৫০টি প্রতীক থেকে নিজেদের প্রতীক বাছাই করতে এনসিপিকে চিঠি দেয় ইসি। তবে দলটি বলছে শাপলা ছাড়া অন্য কোনো প্রতীকে নিবন্ধন নেবে না।