
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দৈনিক আমার দেশ পত্রিকার নিজস্ব প্রতিবেদক জাহিদুল ইসলামের সঙ্গে সংঘটিত অপ্রীতিকর ঘটনার তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চয়তা দিয়েছে দলটি। একই সঙ্গে, কার্যালয়ে সাংবাদিকসহ সকল মিডিয়া কর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পদক্ষেপ নেয়া হবে বলে জানানো হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) রাতে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এই প্রতিশ্রুতি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দৈনিক আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক জাহিদুল ইসলামের সঙ্গে সংঘটিত অপ্রীতিকর ঘটনা সম্পর্কে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘটনার তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চয়তা প্রদান করে ইতোমধ্যেই বিবৃতি প্রদান করেছেন।
‘‘এরপরও সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন প্রচার মাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে।’’
এমন প্রেক্ষাপটে বিএনপির অবস্থান সুস্পষ্ট উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয় —
পরিস্থিতির সুযোগ নিয়ে যে কোন প্রকার অপপ্রচার থেকে বিরত থাকার জন্য বিজ্ঞপ্তিতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।