অনলাইন সংস্করণ
১৯:২৯, ২০ অক্টোবর, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগীয় প্রতিনিধি দল ঢাকাস্থ ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) ডেপুটি চীফ বাইবা জারিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নারীর ক্ষমতায়ন এবং কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিসহ নারী সমাজের ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
আজ ২০ অক্টোবর (সোমবার) সকাল ১০টায় অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দীকার নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল ঢাকাস্থ ইইউ কার্যালয়ে বৈঠকে অংশ নেয়।
প্রতিনিধি দলে ছিলেন মহিলা বিভাগীয় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও পলিটিক্যাল সেক্রেটারি প্রফেসর ডা. হাবীবা আক্তার চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং মানবসম্পদ, আইন ও মানবাধিকার সেক্রেটারি এড. সাবিকুন্নাহার মুন্নি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি সুফিয়া জামাল এবং ঢাকা মহানগরী দক্ষিণের উপদেষ্টা পরিষদের সদস্য সহকারী অধ্যাপক লায়লা মরিয়ম।
বৈঠকে পক্ষগুলোর মধ্যে খোলামেলা আলোচনা হয়। এতে বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, নারী অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন এবং দেশের সার্বিক উন্নয়নে নারীদের অবদান নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়।
ভবিষ্যতে উভয়পক্ষ সহযোগিতা ও পরামর্শ বিনিময় বৃদ্ধির বিষয়ে একমত প্রকাশ করে।