ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ডাকসু নেতৃবৃন্দের সঙ্গে উপদেষ্টা ফারুকীর সৌজন্য সাক্ষাৎ

ডাকসু নেতৃবৃন্দের সঙ্গে উপদেষ্টা ফারুকীর সৌজন্য সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর নেতৃবৃন্দের সঙ্গে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৫টায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে অনুষ্ঠিত এই সাক্ষাতে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন উপস্থিত ছিলেন।

সাক্ষাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও সৃজনশীল বিকাশ, দেশীয় সংস্কৃতির সংরক্ষণ ও বিকাশে তরুণ প্রজন্মের ভূমিকা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সংস্কৃতি চর্চাকে আরও গতিশীল করার উপায় নিয়ে মতবিনিময় হয়।

মোস্তফা সরওয়ার ফারুকী ডাকসুর সাংস্কৃতিক উদ্যোগের প্রশংসা করে বলেন, তরুণদের মধ্যে ইতিবাচক ও প্রগতিশীল সাংস্কৃতিক চেতনা গড়ে তুলতে হলে শিক্ষার্থীদেরই নেতৃত্ব নিতে হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, ডাকসু ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে দেশীয় সংস্কৃতি চর্চায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সৌজন্য সাক্ষাৎ,উপদেষ্টা ফারুকী,ডাকসু নেতৃবৃন্দ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত