ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিএনপি ক্ষমতায় আসলে পরিকল্পিত নগরী গড়ে তোলা হবে : রিজভী

বিএনপি ক্ষমতায় আসলে পরিকল্পিত নগরী গড়ে তোলা হবে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেছেন, জনগণের টাকায় যারা বিদেশে বাড়ি করেছে তারা এ নগরকে গড়ে তোলেনি। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে পরিকল্পিত নগরী গড়ে তোলা হবে। দেশের মানুষ স্বস্তিতে থাকবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৬ পরিবারকে বিএনপির প্রতিশ্রুতি অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবাসিক এলাকায় রাসায়নিক কারখানা স্থাপনের সমালোচনা করে রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার অনেক কাজের মডেল হতো পারতো যা নির্বাচিত সরকার অনুসরণ করতে পারতো। বিএনপি ক্ষমতায় আসলে হেলথ কার্ডের মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে বলেও জানান তিনি।

ডেঙ্গু নিরসনে সরকারের মন্ত্রণালয়গুলো ঠিকভাবে কাজ করছে না বলেও অভিযোগ করেন রিজভী।

এ সময় মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক জানান, অগ্নিকাণ্ডে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তায় বিএনপি সবসময় পাশে থাকবে।

আবা/এসআর/২৫

বিএনপি,ক্ষমতা,স্বস্তি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত