ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, এনসিপি বলছে ‘সঠিক নয়’

নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, এনসিপি বলছে ‘সঠিক নয়’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ গুঞ্জন উঠেছে। তবে এনসিপি বলছে বিষয়টি ‘সঠিক নয়’।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এনসিপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের সাথেই আছেন। তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন-সংক্রান্ত কাজে তাঁর দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন। তার পদত্যাগের বিষয়টি কিংবা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয়।’

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয় যে, এনসিপি থেকে পদত্যাগ করছেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এমনকি দলের পদ থেকে অব্যাহতি চেয়ে ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলেও দাবি করা হয়।

নাসীরুদ্দীন পাটওয়ারী,পদত্যাগ,এনসিপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত