ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দুপুরে সংবাদ সম্মেলন করবে বিএনপি

দুপুরে সংবাদ সম্মেলন করবে বিএনপি

দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় কৌশল নিয়ে আলোচনা করতে আজ (বৃহস্পতিবার) দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, নীতিনির্ধারকরা দলের স্থায়ী কমিটির বৈঠকে উঠে আসা সিদ্ধান্ত এবং বর্তমান জাতীয় প্রেক্ষাপট নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলবেন। সংবাদ সম্মেলন রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি বর্তমানে চূড়ান্ত প্রস্তুতিমূলক কাজ নিয়ে ব্যস্ত রয়েছে। একদিকে যেমন নিজেদের দলীয় প্রার্থী চূড়ান্ত করার কাজ এগিয়ে নিচ্ছে, অন্যদিকে ঠিক তেমনই যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আসন বণ্টন ও প্রার্থী সমন্বয়ের প্রক্রিয়া শুরু করেছে দলটি।

এই প্রস্তুতির অংশ হিসেবে গত মঙ্গলবার (২৮ অক্টোবর) মিত্র রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় বসে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে গণতন্ত্র মঞ্চ তাদের ছয়জন শীর্ষ নেতার সম্ভাব্য আসনের তথ্য বিএনপিকে অবহিত করেছে বলে জানা গেছে।

আবা/এসআর/২৫

সংবাদ সম্মেলন,বিএনপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত