ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

৫৪ বছরেও বুদ্ধিজীবী হত্যার তদন্ত বা বিচার করা হয়নি : গোলাম পরওয়ার

৫৪ বছরেও বুদ্ধিজীবী হত্যার তদন্ত বা বিচার করা হয়নি : গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘৫৪ বছরেও বুদ্ধিজীবী হত্যার তদন্ত বা বিচার করা হয়নি। ঢালাওভাবে দিল্লির পরিকল্পনায় জামায়াতকে জড়িয়ে সব সময় বয়ান চালিয়ে নেওয়ার জন্য এটা করা হয়েছে।’

আজ (রবিবার, ১৪ ডিসেম্বর) বিকেলে জামায়াতের উত্তর মহানগরীর উদ্যোগে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

বুদ্ধিজীবীদের জাতির সূর্যসন্তান উল্লেখ করে পরওয়ার বলেন, ‘১৯৬৫ সালে পরাজয়ের বদলা নিতে একাত্তর সালে ভারত এ যুদ্ধে অংশ নেয় এবং এ দেশ যেন স্বাধীনতার পর দাঁড়াতে না পারে।

তাদের আধিপত্যে যাতে বাধা দিতে না পারে, সে জন্য বুদ্ধিজীবীদের তারা খুন করেছিল।’

চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের কাছে সে তথ্য থাকার কারণে তাকেও গুম করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

এ সময় গোয়েন্দাদের ব্যর্থতার সুযোগ নিয়ে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে অভিযোগ তুলের গোলাম পরওয়ার বলেন, ‘দেশের তথাকথিত বুদ্ধিজীবীরা এখন বয়ান তৈরির চেষ্টা করছে, আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার জন্য। হাদির ওপর হামলার দায় তাদের নিতে হবে।

গোলাম পরওয়ার,বুদ্ধিজীবী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত