ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

হাদিকে হত্যাচেষ্টা: শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ

হাদিকে হত্যাচেষ্টা: শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ

জুলাইযোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ শুরু হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ শুরু হয়। এতে বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, এবি পার্টি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশ নিয়েছেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় ওসমান হাদি গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। তার সঙ্গে রয়েছেন ভাই ওমর বিন হাদি ও সহযোদ্ধা আমিনুল হাসান ফয়সাল।

সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ,শরিফ ওসমান হাদি,প্রতিবাদ,হত্যাচেষ্টা,কেন্দ্রীয় শহীদ মিনার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত