অনলাইন সংস্করণ
১৭:৩৯, ১৯ ডিসেম্বর, ২০২৫
পত্রিকা অফিসে হামলা গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার অপকৌশল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
ওসমান হাদির মৃত্যুর ঘটনার প্রতিক্রিয়ায় দেশের শীর্ষস্থানীয় দুই পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় যে সহিংসতা হয়েছে, তা নির্বাচনকে পিছিয়ে দেওয়া ও গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার অপকৌশল বলে মনে করে বিএনপি—এ কথা জানান তিনি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সরকারের সমালোচনা করে তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সরকারের গোয়েন্দা ব্যর্থতা এবং যথাযথ আইনি পদক্ষেপ না নেওয়াই এ ধরনের ঘটনার জন্য দায়ী। তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত করা যাবে না।
অরাজক পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার কোনো অপকৌশল রয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে বিএনপি।