ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

হাদির মৃত্যুর প্রতিবাদে শাহবাগ অবরোধ, বাড়ছে জনসমাগম

হাদির মৃত্যুর প্রতিবাদে শাহবাগ অবরোধ, বাড়ছে জনসমাগম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাতভর আন্দোলন করেছেন ছাত্র-জনতা।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকেও এই আন্দোলন অব্যাহত রয়েছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগে সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি বাড়ছে এবং স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা।

সরেজমিনে দেখা গেছে, শাহবাগ মোড়ে গণপরিবহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। মোড়জুড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনরত ছাত্র-জনতা। উপস্থিত আন্দোলনকারীরা দুই ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আন্দোলনে স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন।

এ সময় আন্দোলনকারীদের ‘এই মুহূর্তে দরকার, বিপ্লবী সরকার’, ‘এক দুই তিন চার, ইন্টেরিম গদি ছাড়’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘গোলামি না আজাদী, আজাদী-আজাদী’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’সহ নানা স্লোগান দিতে দেখা গেছে।

বাড়ছে জনসমাগম,শাহবাগ অবরোধ,হাদির মৃত্যুর প্রতিবাদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত