ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ওসমান হাদীর হত্যাকারীদের শাস্তির দাবিতে জীবননগরে বিক্ষোভ

ওসমান হাদীর হত্যাকারীদের শাস্তির দাবিতে জীবননগরে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জীবন নগরে বিক্ষোভ সমাবেশ করে সর্বস্তরের ছাত্র জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা জীবননগর বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন জীবননগর থানা শাখার সেক্রেটারি মাওলানা ইসলামুল হক রাজু, ইসলামি আন্দোলন জীবননগর থানা শাখার সহ-সভাপতি মাওলানা কে এম সাইফুল্লাহ ইসলামী যুব আন্দোলনের জীবননগর থানা শাখার সেক্রেটারি রাইহানুল ইসলাম অনিক, বাংলাদেশ খেলাফত মজলিস জীবননগর থানা শাখার সেক্রেটারি মাওলানা যুবায়ের আল মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জীবননগর থানা শাখার আহ্বায়ক সোহেল পারভেজ, সদস্য মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জীবননগর থানা শাখার আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব মোকসেদুর রহমান রিমন, সেচ্ছাসেবক দলের জীবননগর থানা শাখার সদস্য সচিব মোকলেছুর রহমান রাসেল সহ সর্বস্তরের তৌহিদী জনতা।

বক্তারা বলেন, দেশে স্বৈরাচারীরা নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং সকলকে ঐক্যবদ্ধ ভাবে দেশ বিরোধী সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার আহ্বান করেন।

সর্বশেষ শরিফ ওসমান হাদীর মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

ওসমান হাদী,হত্যাকারী,শাস্তি,জীবননগর,বিক্ষোভ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত