ঢাকা শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

হাদির কবর জিয়ারতসহ আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান

হাদির কবর জিয়ারতসহ আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ (শনিবার) রাজধানীতে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। দিনের শুরুতে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন।

কবর জিয়ারত শেষে তারেক রহমান নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে যাবেন। সেখানে তিনি একজন নাগরিক হিসেবে তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করবেন। দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থানের পর এনআইডি নিবন্ধনের এই পদক্ষেপটি রাজনৈতিক অঙ্গনে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

এছাড়া আজকের কর্মসূচির অংশ হিসেবে তিনি রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) পরিদর্শন করবেন। সেখানে তিনি গত জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন। একই সঙ্গে আহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলার কথা রয়েছে তারেক রহমানের।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান,তারেক রহমান,নির্বাচন কমিশন,ইসি,এনআইডি,ওসমান হাদি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত