ঢাকা শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ভোটার হতে নির্বাচন কমিশনের পথে তারেক রহমান

ভোটার হতে নির্বাচন কমিশনের পথে তারেক রহমান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে ভোটার হওয়ার উদ্দেশে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসের পথে রওয়ানা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টা ১৬ মিনিটে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে অবস্থিত শহীদ হাদির সমাধিস্থলে পৌঁছান। সেখানে কবর জিয়ারত শেষে কিছু সময় অবস্থান করেন এবং বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করেন।

নির্বাচন কমিশন ভবনে গিয়ে তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের জন্য আঙুলের ছাপ, আইরিশ স্ক্যান ও অন্যান্য বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হবে। এর আগে তিনি ও তার কন্যা জায়মা রহমান অনলাইনে ভোটার হওয়ার আবেদন ফরম পূরণ করেন। বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন হওয়ার ৭ থেকে ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র হাতে পাওয়ার কথা রয়েছে।

এনআইডি নিবন্ধন শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন বলে জানা গেছে।

তারেক রহমান,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান,ভোটার,নির্বাচন কমিশন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত