ঢাকা শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

তারেক রহমানের ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন

তারেক রহমানের ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রণয়নের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তিনি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) পৌঁছে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করেন। সব প্রক্রিয়া শেষ করে দুপুর ১টা ১৮ মিনিটের দিকে ইটিআই ভবন থেকে বের হন তিনি।

প্রসঙ্গত, ২০০৭-২০০৮ সালে দেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা তৈরি করা হয়। ২০০৮ সালে কারামুক্তির পর উন্নত চিকিৎসার জন্য তারেক রহমান লন্ডনে যান, এরপর দেশে আর না ফেরায় তিনি ভোটার তালিকায় নাম লেখাতে পারেননি। পরে রাজনৈতিক পট পরিবর্তনের পর তার স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে ফিরে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেন। তারেক রহমানের মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০০৮ সালের ২৯ নভেম্বর ক্যান্টনমেন্টের ঠিকানায় ভোটার হন।

তারেক রহমান,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান,ভোটার,নিবন্ধন,এনআইডি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত