
কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক। একই তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলীও।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে তার কর্মী-সমর্থকরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ বিষয়ে এনসিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক গণমাধ্যমকে জানান, আসিফ মাহমুদ তার জাতীয় পরিচয়পত্র পাঠানোর পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে মনোনয়নপত্র নেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা আশাবাদী, আসিফ মাহমুদ মুরাদনগর আসন থেকেই নির্বাচনে অংশ নেবেন।
তিনি আরও জানান, এ নিয়ে একাধিক অভ্যন্তরীণ বৈঠক হয়েছে। সম্ভাব্য জোটের বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। স্থানীয় পর্যায়ে ব্যাপক জনসমর্থন থাকায় উপজেলা এনসিপির পক্ষ থেকে তাকে মুরাদনগর আসন থেকে নির্বাচন করার অনুরোধ জানানো হয়েছে। এখন কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে কী সিদ্ধান্ত হয়, সেটিই দেখার বিষয়।
তবে এ বিষয়ে আসিফ মাহমুদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ। এরপর তিনি ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। ইতোমধ্যে ওই আসনে ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করে প্রচারণাও শুরু করেছেন।