অনলাইন সংস্করণ
১৮:০০, ২৭ ডিসেম্বর, ২০২৫
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোঃ মোবারক হোসাইন। শনিবার (২৭ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর ঢাকা-১৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ডাঃ শফিউর রহমান ও সদস্য সচিব আব্দুল আউয়াল আজমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মোহাম্মদপুর জোনের টিম সদস্য আজহার মুন্সি, শেরেবাংলা নগর থানা উত্তরের সেক্রেটারি মঞ্জুরুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও নেতাকর্মীরা।
এর আগে গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ এ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।