
বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (রোববার) ঢাকা-১৭ আসনের জন্য মনোনয়ন ফরম নিবেন তিনি।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে দলের প্রার্থিতা সংক্রান্ত সিদ্ধান্তের কথা জানান।
তিনি জানান, বিএনপির অন্যতম শরিক বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসনের পরিবর্তে ভোলা-১ আসনে জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।
সালাহউদ্দিন আহমদের ভাষ্য অনুযায়ী, পার্থের পক্ষ থেকে শনিবার ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এর আগে তিনি ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। দীর্ঘদিন ধরে এ আসনে বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি।
উল্লেখ্য, প্রথম দফায় বিএনপি যখন ২৩৭টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে, তখন কেবল দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াই একাধিক আসনে নির্বাচন করবেন বলে ঘোষণা দেওয়া হয়েছিল এবং তারেক রহমান এর আগে শুধু বগুড়া-৬ আসনে প্রার্থী হবেন বলে জানানো হয়েছিল।
আবা/এসআর/২৫